মন কী বাত-এর তৃতীয় পর্ব লিখব বলেছিলাম – সময় করে উঠতে পারি নি এখনও। প্রথম দুটো পর্বের শেষে অনেক অনেক মতামত এবং প্রশ্নাবলী পেয়েছি। প্রশংসা পেয়েছি, গালাগালিও পেয়েছি। সমস্ত মন্তব্যের উত্তর একসাথে কমপাইল করে একটা লেখা আসবে আশা করি এই সপ্তাহেই।
আপাতত, মন কী বাত-এর দুই পর্বের ইংরেজি অনুবাদ শেষের মুখে। প্রথম পর্ব ইতিমধ্যেই পাবলিশড – এইখানে। দ্বিতীয় পর্বও পাবলিশড – এইখানে।
আমার ইংরেজি ব্লগের ঠিকানা http://achalsikienglish.wordpress.com।
এই ব্লগটুকু পোস্ট করছি শুধু কানহাইয়া কুমারের গতকালকের (তেসরা মার্চ, দু হাজার ষোল) ভাষণের ভিডিওটা শোনাবার জন্যে। যদিও সবাইই হয় তো শুনে ফেলেছেন এতক্ষণে। তবু দিয়ে রাখলাম।
আর কিছু বলছি না এখন। পরের লেখায় সব লিখব।