১৯শে জানুয়ারি, ১৯৯০ঃ ঠিক কী হয়েছিল?

সেই রাতে টিভিতে রোমানিয়ার বিপ্লব দেখানো হচ্ছিল। মাত্র এক মাস আগে বার্লিনের পাঁচিল ভেঙে পড়েছে, সোভিয়েত ইউনিয়নও ভেঙে টুকরো হয়ে গেছে কিছুদিন আগে, সেই সংক্রান্ত অশান্তি, বিশেষত আজারবাইজানের গণ্ডগোল সরাসরি সম্প্রচারিত হচ্ছিল দূরদর্শনে। (জগমোহন মনে করতেন, এমনিতে প্রায়-অচল দূরদর্শনের পক্ষে সেই রাতে এইসব বিপ্লবের ভিডিও ব্রডকাস্ট করা একেবারে উচিত হয় নি – শ্রীনগরের লোকের হয় তো মনে হয়েছিল দুনিয়া বদলে যাচ্ছে, তাদের দুনিয়াও এইভাবেই বদলে যাবে।)

বহু লোকের স্মৃতিতে রয়ে গেছে সেই সন্ধ্যা, সারা রাত জুড়ে মসজিদের লাউডস্পিকার থেকে শ্লোগান দেওয়া হচ্ছিল, রাস্তায় মানুষজন শ্লোগান দিচ্ছিলেন, তাদের মধ্যে একটি শ্লোগান ছিল – “জাগো জাগো সুবহ হুয়ি; রুশ নে বাজি হারি হ্যায়, হিন্দ পর লারজান তারে হ্যায়, অব কাশ্মীর কি বারি হ্যায়”। … More ১৯শে জানুয়ারি, ১৯৯০ঃ ঠিক কী হয়েছিল?